মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ মামুনুর রশিদ সংগীয় অফিসার ও ফোর্স সহ অদ্য ২৬/০৭/২৫ খ্রি. তারিখ ২১.৫০ ঘটিকায় আশুলিয়া থানাধীন আশুলিয়া ধামসোনা এলাকা হইতে আসামী ১। মোঃ নুরু (২০), পিতা: মজিহার মোল্লা মাতা: নুর নাহার, সাং: দায়তলা, থানা: জামালপুর, জেলা: জামালপুর, বর্তমান: মধুপুর বলিভদ্র, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ সেলিম হোসেন (২২), পিতা: মৃত নুরুল ইসলাম জদু, মাতা: মোছাঃ অমেছা, সাং: চইশাপুর, থানা: শেরপুর, জেলা: শেরপুর, বর্তমান: মধুপুর বলিভদ্র, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মো: আওয়াল মিয়া (৫৬), পিতা: মৃত আব্দুর সাত্তার, মাতা: রিজিয়া বেগম, সাং: ছয়শত, থানা: বাসাইল, জেলা: টাঙ্গাইল, বর্তমান : শ্রীপুর নতুন নগর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।