সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ভুয়া RAB পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৪ জন কুখ্যাত ডাকাত দলের সদস্য গ্রেফতার। আশুলিয়ায় অপহরণের ১৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, ঘাতক গ্রেপ্তার আশুলিয়ায় দম্পতিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় অপহরণ, ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার আশুলিয়ায় হাত কাটা টিপু সহ কয়েকজন চাঁদাবাজ গ্রেপ্তার। লাব্বাইক সেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটির অনুমোদন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশুলিয়ায় ০১ জন কুখ্যাত চোর দলের সদস্য গ্রেফতার। আশুলিয়ায় ০৪ জন ছিনতাইকারী সদস্য গ্রেফতার। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিস্থানের উদ্যোগে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পালিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত ডিবি পুলিশ যশোর কর্তৃক ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন ও ০২টি তাজা গুলি সহ গ্রেফতার ০২ জন।

সাইকেলে সবজির ফেরিওয়ালা এখন চমৎকার এক গাড়ির মালিক।

Coder Boss
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪০k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

আগে যিনি সাইকেলের ক্যারিয়ারে সবজির ঝুড়ি বসিয়ে গ্রামে গ্রামে ঘুরতেন, এখন তিনি এই সবজির গাড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘোরেন।

ক্রেতারা তার গাড়িটি দেখলেই ছুটে আসে। এই গাড়িটি এখন শুধুই সবজি-ভ্যান নয়, এটা ক্রেতাদের আকর্ষণ ও আস্থার প্রতীক।

গাড়িটির মালিক আবু মুসা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী। ক্লাসে নিয়মিত ফার্স্ট হতেন।

সংসারে তীব্র অভাব ছিল, তারপরও চালিয়ে গেছেন পড়াশোনা। সম্পন্ন করেছেন স্নাতক। মাদরাসায় প্রায় পাঁচ বছরের মতো শিক্ষকতাও করেছেন।

কিন্তু মাদরাসা থেকে ঠিকমতো বেতন পেতেন না। ওদিকে সংসারের ভার তার শীর্ণ কাঁধে।

অবশেষে নিরুপায় আবু মুসা সবজি বিক্রেতে হয়ে ওঠেন। প্রতিদিন ভোরে ৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে মৈতলা কাঁচাবাজারে যান। সেখান থেকে সবজি কিনে এনে গ্রামে গ্রামে বিক্রি করেন। সাইকেলই তার ভ্রাম্যমান দোকান।

সন্ধ্যার পর যখন বাড়ি ফেরেন, ক্ষুধা ও ক্লান্তিতে বিপর্যস্ত তার শরীর।

প্রতিদিন এত কষ্ট করেন অথচ লাভ হয় ৩০০ টাকার মতো। অমানুষিক পরিশ্রমে আবু মুসার শরীর যখন ভেঙে পড়ার উপক্রম, তখনই আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পের সন্ধান পান তিনি।

একটি সবজি ভ্যানের জন্য তিনি আবেদন করেন। যাচাই-বাছাইয়ের পর গৃহীত হয় তার আবেদন।

১ লক্ষ ২০ হাজার টাকায় তাকে আকর্ষণীয় সবজি ভ্যান-সহ যাবতীয় উপকরণ কিনে দেয়া হয়।

গাড়িটি পাওয়ার পর আবু মুসার জীবন হয়েছে সহজ ও স্বস্তিকর। প্রতিদিন আয় করছেন ৫০০ টাকার মতো।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামে আবু মুসার বাড়ি।

আবু মুসা শুধু একজন সবজি বিক্রেতা নন তিনি একজন জীবনযোদ্ধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102