নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে একটি বাসায় চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রকিব হোসেন (৩৫)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মোঃ নাহিদুল ইসলাম ও মোঃ মেহেদী হাসান মিরপুর-২, মায়াকাননের বাসা নং ৫/ই, ৭-খ এর ৫ম তলায় একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত ১৮ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মোঃ রকিব হোসেন নামের এক ব্যক্তি তাদের সাথে থাকার জন্য ওই ফ্ল্যাটে ওঠেন। পরে ২০ জুলাই নাহিদ ও মেহেদী ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লে গ্রেফতারকৃত রকিব সেই বাসায় থাকায় একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি স্মার্ট হাতঘড়ি, একটি স্বর্ণের আংটি ও মানিব্যাগে থাকা নগদ ২২ হাজার টাকাসহ চুরি করে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মোঃ নাহিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় নড়াইল জেলার লোহাগড়া এলাকায় অভিযান পরিচালনা করে রকিবকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে চুরিকৃত ল্যাপটপ, একটি আইফোন, একটি স্মার্ট হাতঘড়ি ও মানিব্যাগ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিযাধীন।