বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

সিটিটিসিতে সাইবার ডিজিটাল এভিডেন্স সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Coder Boss
                                             
  •   Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯৮k Time View  
  •                                      
                                   
                               

 

প্রধান প্রতিবেদক:

বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর এবং এ সংক্রান্ত মামলার তদন্তকারীদের অংশগ্রহণে সিটিটিসিতে সাইবার ডিজিটাল এভিডেন্স সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই ২০২৫খ্রি.) ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অফিস অব ওভারসিজ প্রসিকিউটরল ডেভেলপমেন্ট এসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেনিং এবং সিটিটিসি এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম।

বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর এবং এ সংক্রান্ত মামলার তদন্তকারীদের অংশগ্রহণে সাইবার ডিজিটাল এভিডেন্স সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।

এ কর্মশালা উদ্বোধন কালে প্রধান অতিথি মাসুদ করিম বলেন, সন্ত্রাসবিরোধী মামলা প্রমাণের ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্সির গুরুত্ব অনস্বীকার্য। বিধায় আজকের এই কর্মশালার মাধ্যমে ডিজিটাল এভিডেন্ট সংগ্রহের প্রক্রিয়া, চেন অব কাস্টডি এবং ফরেন্সিক প্রক্রিয়া সম্পর্কে ট্রাইবুনালের বিজ্ঞ বিচারকবৃন্দ, প্রসিকিউটার বৃন্দ এবং তদন্তকারী কর্মকর্তারা সম্মুখ ধারণা লাভ করবে।

উদ্বোধন কালে ইউ এস এম্বাসি ঢাকার রেসিডেন্ট লিগাল এডভাইজার রাহুল কালি, লিগাল অ্যাডভাইজার নুরান চৌধুরী এবং সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এর উপ-পুলিশ কমিশনার মোঃ শাহ্জাহান হোসেন পিপিএম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তাসহ এ প্রশিক্ষণে সর্বমোট ৩৬ জন অংশগ্রহণ করেন। দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102