নিজস্ব প্রতিবেদক:
আজ সেনাসদরে কমান্ড্যান্ট, এনডিসি-এর নেতৃত্বে ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’ কর্তৃক পরিচালিত মর্যাদাপূর্ণ ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশ গ্রহণ কারীরা সেনা সদর দপ্তর পরিদর্শন করেন। উক্ত প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, সিভিল সার্ভিস, বিচার বিভাগ, শিক্ষা, গণমাধ্যম, কূটনৈতিক অঙ্গন, আইন, অর্থ, স্বাস্থ্য, শিল্প, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা থেকে আগত ৪৫ জন জ্যেষ্ঠ স্কলার অংশগ্রহণ করেন ।
এ বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ নিঃসন্দেহে জাতীয় কৌশলগত চিন্তা, সামরিক-অসামরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ে নীতিগত সমন্বয়কে উৎসাহিত করার জন্য একটি সমৃদ্ধ পরিবেশ তৈরি করবে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, ক্যাপস্টোন কোর্স ফেলোদের সেনাসদরে স্বাগত জানিয়ে তাদেরকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সামরিক অপারেশনস্ পরিদপ্তরের পরিচালক একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন । এ সময়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং সেনা সদরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।