নিজস্ব প্রতিবেদক:
আজ ৩১ জুলাই ২০২৫ তারিখে রাত আনুমানিক ০১:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের ষষ্ঠ তলায় এক নারী রোগীকে হুইলচেয়ারে করে নিচে নামানোর সময় সজীব দাশ পার্থ (২১) নামে এক ভুয়া ডাক্তার আনসার সদস্যদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়েছেন।
দায়িত্ব পালনরত আনসার সদস্য পিসি মো. সেলিম এবং এপিসি মো. আজগর নিয়মিত রাত্রিকালীন ডিউটির সময় উক্ত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তারা সজীবকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সজীব নিজেকে একজন ডাক্তার হিসেবে পরিচয় দিলেও তার বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা পাওয়া যায়নি এবং সে তা প্রমাণেও ব্যর্থ হয়। পরে তার পরিচয় যাচাই-বাছাই করে জানা যায়, সে একজন প্রতারক এবং কোনো মেডিকেল ডিগ্রির অধিকারী নন।
পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, উক্ত ঘটনায় মামলার বাদী হিসেবে দায়িত্ব গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
আনসার সদস্যদের দ্রুত সিদ্ধান্ত ও সচেতন দায়িত্ব পালনের ফলে একজন ভুয়া ডাক্তার সেজে প্রতারণার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং রোগীর সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের তৎপরতা ও পেশাদারিত্বের জন্য আন্তরিক প্রশংসা জানিয়েছেন।