মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশক্রমে সাভার সার্কেল এর সার্বিক পরিচালনায় আশুলিয়া থানার পুলিশের একাধিক চৌকস টিম ০১/০৮/২০২৫ খ্রিস্টাব্দ সাবেক সাভার উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১. মোঃ সেলিম কবির (৫০) পিতা-হাজী জয়নাল আবেদীন, মাতা-হাজী মোসাঃ সাহেরা খাতুন, সাং-কলতাসূতি ঢালীবাড়ী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য, মুরাদ জং পন্থী এবং আওয়ামী দলীয় ডোনার, ২। হাজী মোশাররফ মৃধা (৪৮), পিতা- মৃত হাজী বিল্লাল মৃধা, সাং-কুমকুমারী, আওয়ামীলীগের সক্রিয়কর্মী ৩। মোঃ মিলন মিয়া (৪০), পিতা-মৃত আহম্মেদ সাইদ মিয়া , মাতা-মোছাঃ খদেজা খাতুন , ঠিকানা: বর্তমান: (কুরগাঁও সোসাইটি মসজিদের পাশে ৫ নং ওয়ার্ড) , সর্ব থানা- আশুলিয়া, জেলা -ঢাকা এবং চোরাই উদ্ধার সহ অটো চোর চক্রের সক্রিয় সদস্য ৪। মোঃ আল আমিন (৪৩), পিতা- মৃত রুহুল খান, মাতা- মৃত আয়শা বেগম, সাং পলাশপুর ক্ষেতাচোড়া খালের পাড়, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি, ৫। মোঃ নাহিদ হোসেন (২৭), পিতা- মোঃ শফিকুল ইসলাম, মাতা- মোসাঃ লায়লা বানু, সাং- পূর্ব ডাউয়াবাড়ী, ৪নং ওয়ার্ড, ডাউয়াবাড়ী ইউনিয়ন, থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট এবং ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ০৫ লিটার দেশীয় মদ উদ্ধার সহ মাদক ব্যবসায়ী ৬। মোঃ রহিম (৫০), পিতা-মোঃ বাদশা ফকির, সাং-আউকপাড়া, স্যাম্ফোনির পাশে,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৭। মোসাঃ নাসিমা বেগম (৪৫), স্বামী-মোঃ রহিম, সাং-আউকপাড়া, স্যাম্ফোনির পাশে,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা, ৮। মোঃ সেলিম (৪৫), পিতা-মোঃ লোকমান, সাং-আউকপাড়া, মাদ্রসার সামনে, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৯। মোঃ আহাদ আহম্মেদ জিসান (২৩), পিতা-মোঃ নাসির আহম্মেদ, মাতা- মোসাঃ শেফালী আক্তার, সাং-পাহাড়পুর মাষ্টারবাড়ী, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাদেরকে গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃত আসামীদের আশুলিয়া থানার বিভিন্ন মামলায় গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে আজ শনিবার প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ