মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
গাজীপুরের কর্মরত দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সাভার প্রেসক্লাব।
শনিবার দুপুরে সাভারের মুক্তির মোড় সংলগ্ন প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সারাদেশের অরাজকতার বিরুদ্ধে সাংবাদিকরাই সোচ্চার ভূমিকা পালন করে। সাংবাদিকরা অপরাধ, অন্যায় ও নিগ্রহের বিরুদ্ধে কথা বলে। তাই সব সময় সন্ত্রাসী ও দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয় সাংবাদিকরা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ড এটি শুধু একটি প্রাণহানি নয়। বরং এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের ওপর নির্মম আঘাত।
বক্তারা আরও বলেন, অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকরা এই ঘটনার শেষ পর্যন্ত নজর রাখবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক এমদাদুল হক, কার্যনির্বাহী সদস্য আকাশ মাহমুদ, একুশে টিভির শাহেদ জুয়েল, জিটিভির আজিমুদ্দিন, এটিএন বাংলার শেখ বাসার, গ্লোবাল টিভির তোফা সানি, দৈনিক বাংলার আরিফুল ইসলাম, কালের কন্ঠের ওমর ফারুক, দৈনিক খোলা চোখ পএিকার স্টাফ রিপোর্টার মোঃ শামীম আহমেদ সহ আরো অনেক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ