মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা দিয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা
রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনকালে তাকে এ ফুলের সংবর্ধনা জানানো হয়।
এসময় নবনিযুক্ত অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এই বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে তিনি মাস্টার্স ও অর্নাস বর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে কলেজের সার্বিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অধ্যক্ষ মো.ইফতেকার আলী বলেন,ধামরাই সরকারি কলেজটি যেমন সবুজায়ন ক্যাম্পাস তেমনি উন্নত শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। উপযুক্ত শিক্ষালাভেই একজন শিক্ষার্থী অভিজ্ঞ,দক্ষ ও যোগ্য বলে বিবেচিত হয়। তাই একটা রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ও শিক্ষাব্যবস্থা। তাই নিয়মিত শিক্ষাঙ্গনে গিয়ে নিয়মিত শিক্ষা গ্রহণ করা।পাঠদানের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষার পরিবেশ সক্রিয় হয়ে ওঠে। শিক্ষার্থীদের জন্য কলেজ থেকে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
সংবর্ধনাকালে এসময় উপস্থিত ছিলেন,ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.জিয়াউল হক,ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো.আব্দুল জব্বার,সহকারী অধ্যাপক মো.টিটোন হোসাইন,প্রভাষক মোহাম্মদ ওবায়দুল্লাহ।
এসময় আর-ও উপস্থিত ছিলেন,মাস্টার্স বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব শেখ,অর্নাস বর্ষের তৌফিক সোহেল,শাকিল শেখ,মিজান,ইমরান,সুমন,শাহজালাল সহ আরও অনেকে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ