মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের একাধিক চৌকস টিম ১০/০৮/২০২৫ খ্রিস্টাব্দ অবিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী ১। নূর মোহাম্মদ (৩৪) পিতা-কাশেম খান, সাং-কান্দাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা (ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী), ২। বাহাদুর মৃধা (৪২), পিতা-সালাম মৃধা, মাতা-সুরিয়া বেগম, সাং-কান্দাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা (ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী), ৩। আতাউর রহমান (৪৪), পিতা- হাজী কেরামত মিয়া, মাতা- মোসাঃ সালমা বেগম, সাং- কোন্ডলবাগ, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা (আওয়ামীলীগ সমর্থিত), ৪। মোঃ ইউনুস আলী ইমন (৩৭), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, -মাতা-জাহানারা বেগম, সাং-ধলপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা (যুবলীগ নেতা) সহ ৫। মোঃ নাসিম(২২), পিতা-আলমগীর হোসেন, স্থায়ী: গ্রাম- বেরন (তেতুলতলা) , উপজেলা/থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, ৬। মোঃমাহফুজুর রহমান, পিতা-এম এইচ খান, স্থায়ী: সাং-বড়ওয়ালিয়া, উপজেলা/থানা- আশুলিয়া, জেলা-ঢাকা, ৭। মোঃ বাদল হোসেন, পিতা-মোঃ তৌজুদ্দিন, স্থায়ী: গ্রাম- মধ্য গাজীর চট, উপজেলা/থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, ৮। মোঃ আব্দুর রহিম (৩৫), পিতা-মৃত আঃ মজিদ, স্থায়ী : গ্রাম- বাইদগাও, উপজেলা/থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, ৯। মোঃ রায়হান (২৫), পিতা-মৃত সালাউদ্দিন, মাতা-তারাবানু, সাং-ঘোষবাগ (কাজীবাড়ী), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ছিনতাইকারী, ১০। মোঃ সিহাদ (২০), পিতা-মোহাম্মদ আলী, মাতা-মোছাঃ রিজিয়া খাতুন, সাং-গাবড়াখালী, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-পল্লীবিদ্যুৎ আরবি রোড বাবুর বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ১১। মোঃ আল আমিন (২১), পিতা-মোঃ আল্লাউদ্দিন, মাতা-হাজেরা বেগম, সাং-যাদবপুর সোনাই ডাঙ্গা, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহ, বর্তমান সাং-পল্লীবিদ্যুৎ আরবি রোড বোরহান হাজীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ১২। মোঃ রাজু আহমেদ, পিতা-মোঃ ইদ্রিস আলী, সাং- তৈয়বপুর, জিরাবো, থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, ডাকাত চক্রের সদস্য, ১৩। মোঃ স্বপন (৩২), পিতা-মোঃ রতন মিয়া, মাতা-সূর্য্য আক্তার, সাং-উত্তর শিবাসা, থানা-গৌরনদী, জেলা বরিশাল, এ/পি সাং-কুরগাঁও নতুন পাড়া, সেলিমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ডাকাত চক্রের সদস্য ১৪। মোঃ নবাব (৩৩), পিতা-মোঃ সহিদুল ইসলাম, মাতা-পিয়ারা বেগম, সাং-কালিগঞ্জ, দারারহাট, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়, এ/পি সাং-দক্ষিন পাড়া (ধামরাই), থানা-ধামরাই জেলা-ঢাকা, চোর চক্রের সক্রিয় সদস্য ১৫। সিরাজুল ইসলাম (৪২) পিতা-মৃত আব্দুল করিম, মাতা-সিরতুন বেগম, সাং-বালিহারা, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও, বর্তমানে ডগরমোড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, চোর চক্রের সক্রিয় সদস্য ১৬। মোঃ আজাদুল ইসলাম (৩০) পিতা-আব্দুস সালাম, মাতা-মৃত সাহিদা খাতুন, সাং-আলোকদিয়া গোরস্থান সংলগ্ন, থানা-সাথিয়া, জেলা-পাবনা, বর্তমানে আজমপুর, থানা-দক্ষিনখান, ডিএমপি ঢাকা, ১৭। মোরসালিন (২০), পিতা-মুনসুর আলী, মাতা-মিনু বেগম, সাং-পূর্ব ধনিয়া, হোল্ডিং নং-১২৬, থানা-আশুলিয়া জেলা-ঢাকা, ১৮। মোঃ সোহেল (৪১) পিতা- সাইতুল্লাহ প্রামানিক, সাং-বড়গ্রাম, থানা-সিংড়া, জেলা-নাটোর, বর্তমান সাং-এনায়েতপুর আলমগীরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ১৯। মোঃ সোহাগ পেদা (২৬) পিতা-গিয়াস উদ্দিন পেদা, সাং-সালধ, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, বর্তমান সাং-এনায়েতপুর তমিজ উদ্দীন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদেরকে আশুলিয়া থানার বিভিন্ন মামলায় গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ