
মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
ঢাকা জেলার ডিবি (উত্তর), এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর দিক নির্দেশনায় কং/২১৫৭ শরীয়ত উল্লাহ শাওন এর সহায়তায় বিভিন্ন কারনে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন গুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন অদ্য ১৫/০৮/২৫ খ্রি. তারিখ ০৩.৩০ ঘটিকায় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল ফোন মালিকরা।
ডিবি (উত্তর) ঢাকা জেলা তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগ প্রবণ হয়ে পরে।