মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ স্বাধীনতাবিরোধিরা এখন ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল বাড্ডায় বাসে আগুন সুদানে ইউএন ঘাঁটিতে নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে প্রটোকল দেবে পুলিশ হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও ২ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫ হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি: পালানোর আশঙ্কায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই: ডিএমপি ওসমান হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি

শ্রীপুরের আলেমদের সাথে মাওলানা এহসানুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
                                             
  •   Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯৯k Time View  
  •                                      
                                   
                               

 

গাজীপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হকের সঙ্গে শ্রীপুরের শীর্ষস্থানীয় আলেমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা কাজি মঈনুদ্দিন আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন ও বাংলাদেশ বেফাকের সহ-সভাপতি হযরত মাওলানা আশেকে মুস্তফা দা.বা.। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

বক্তব্যে মাওলানা এহসানুল হক বলেন, “আমি আজকে আলেমদের দুআ নিতে এসেছি। বিশেষ করে শ্রীপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা আশেকে মুস্তফা সাহেবের দুআ নিতে এসেছি। আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। মানুষ এখন ইসলামপন্থীদের শাসন দেখতে মুখিয়ে আছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে মানুষের চাহিদা অনুযায়ী আমাদের উপস্থিতি জানান দিতে পারি তবে বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।”

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আশেকে মুস্তফা দা.বা. বলেন, “এ দেশের জন্য শাইখুল হাদীস রহ.-এর অবদান অসামান্য। তিনি ইসলাম ও দেশের জন্য বহু নির্যাতন সহ্য করেছেন। তাঁরই উত্তরসূরী মাওলানা এহসানুল হক। তাকে এই আসনে পেয়ে আমরা আনন্দিত, আমি তার সফলতা কামনা করি।”

অন্য বক্তাদের মধ্যে মাওলানা বুরহানুদ্দীন দা.বা. বলেন, “শাইখুল হাদীস রহ.-এর কাছে এদেশের মানুষ ও আলেমসমাজ ঋণী। মাওলানা এহসানুল হককে বিজয়ী করে আমরা সেই ঋণ শোধ করতে চাই।”

সভায় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ভুরুলিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শিহাবউদ্দীন, বাইতুল উলূম ঢালকানগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা রফিউদ্দিন, জামিয়া ইসলামিয়া হাফিজ উদ্দিন (চেয়ারম্যানবাড়ী) মাদরাসার সদরে মুহতামিম মাওলানা বুরহানুদ্দীন, মাওলানা নাজমুল হক, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আসাদুল্লাহ টঙ্গী, শ্রীপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সজল, গাজীপুর বাজার মাদরাসার মুহতামিম মাওলানা শহিদুল ইসলাম, প্রশিক্ষক মাওলানা মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের উলামা পরিষদের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসিরউদ্দিন খন্দকার, শ্রীপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আযাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ সাকিব, বাইতুল মাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রাহমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাদিউল ইসলাম, পৌর সভাপতি মাওলানা সোহরাব আলী মাজেদী, উপজেলা সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম ও মাওলানা ওয়াদুল্লাহ আনোয়ারসহ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভা জুড়ে এক উচ্ছ্বসিত পরিবেশ বিরাজ করে এবং আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102