
মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান,
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রবিউল ইসলাম নামে এক ইউপি সদস্য সড়ক দুর্ঘটনায় ঢাকার আশুলিয়া এলাকায় নিহতের খবর জানা গেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, রবিউল ঢাকার আশুলিয়া এলাকায় (শুক্রবার) ২২ আগষ্ট,আনুমানিক ভোর চার টার সময় হোন্ডা যোগে যাচ্ছিল, পথিমধ্যে দ্রতগামী একটু ট্রাক তাঁকে ধাক্কা দিলে, রবিউল ইসলাম রবুল (৪১) ঘটনাস্থলে নিহত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, আশুলিয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাক হোন্ডাকে ধাক্কা দিলে আশপাশের লোক ছুটে এসে হোন্ডা আরহি কে মৃত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ এসে লাশ আশুলিয়া থানায় নিয়ে যায়।গুনবহা, ইউপি মেম্বর হাফিজুর রহমান বলেন, লাশ এখনও থানায় সময় শুক্রবার বেলা ৫টা,এখনো থানায়,আছে।
আশুলিয়া থানায় একাধিকবার ফোন দিলেও ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।
রবিউল ইসলাম রবুল, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহর নগর গ্রামের, মো. আব্দুল গপ্ফার হোসেনের ছেলে, সে গুনবহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বর ছিলেন। মৃত্যু কালে তিনি , এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।