নিজস্ব প্রতিবেদক:
অদ্য ২৫ আগস্ট ২০২৫ তারিখে বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারীর সম্মানিত চেয়ারপার্সন সালেহা খান এর সভানেতৃত্বে বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী কন্ট্রোলিং কমিটি মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারীর সকল শাখার প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত মিটিং এ ভাইস চেয়ারম্যান, কন্ট্রোলিং কমিটি (সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন), বাফওয়ার সহ সভানেত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাতিত অন্যান্য ঘাঁটি ও ইউনিটের সংশ্লিষ্ট শাখার অধিনায়কবৃন্দসহ সকল অধ্যক্ষ এবং কমিটির সদস্যগণ সরাসরি ভিডিও টেলি কনফারেন্স এর মাধ্যমে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির আওতায় সাতটি বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে পরিচালিত হচ্ছে এবং প্রায় দুই হাজার শিশু উক্ত প্রি-স্কুলের বিভিন্ন শাখায় অধ্যায়নরত আছে।