বোদা থানা প্রতিনিধি:
বোদা হাইওয়ে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী বোদা ক্যাম্প এর যৌথ অভিযানে ২৫ আগস্ট ২০২৫খ্রি. রাত অনুমান ১২.১৫ ঘটিকায় পঞ্চগড় জেলার বোদা থানাধীন নাজির পাড়া এলাকা হতে ২৯ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।
আটকৃতরা হল ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার লাউথুতি এলাকার মোঃ সম্রাট ইসলাম (১৯) ও মোঃ জনি ইসলাম (২৪)।
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বোদা বাইপাস তিন রাস্তার মোড় শাবাবা প্লাজার সামনে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোটরসাইকেল তল্লাশি কালে মোটরসাইকেল চালক মোঃ সম্রাট ইসলাম (১৯) ও আরোহী মোঃ জনি ইসলাম (২৪) এর নিকট হতে ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।