নিজস্ব প্রতিবেদক:
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিস্থানের উদ্যোগে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পালিত হলো
‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫’। এবারের প্রতিপাদ্য ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান , মাননীয় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং সভাপতিত্ব করেন মোঃ সাইদুর রহমান, সচিব , স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। এর আগে অনুষ্ঠান উপলক্ষে এক বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম আগামী বছরের মাঝে মাতৃদুগ্ধ পান করানো শিশুদের হার বাড়ানোর জন্য যে ধরণের পদক্ষেপ নেয়া প্রয়োজন তা নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. সারোয়ার বারী, সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, অধ্যাপক ডা. আবু জাফর, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, এ. টি. এম সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ), স্বাস্থ্য সেবা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডাঃ মোহাম্মদ ইউনুস আলী, পরিচালক, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান- এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ