মোঃ কবির হোসাইন পলাশ সিকদার, স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া অফিসার ও ফোর্সসহ অদ্য ২৮/০৮/২৫ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন আশুলিয়া নরসিংহপুর এলাকা হইতে কুখ্যাত চোর দলের দলের সদস্য ০১। লাল চাঁন ওরফে বাদশা (৩০), পিতা-মৃত আরিফ মিয়া ওরফে হায়দার, মাতা-রওশনারা, সাং-তুলশিপুর, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, এ/পি সাং-নরসিংহপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন। উক্তে আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতি/ ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। উক্ত আসামীর পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায়, আসামী লাল চাঁন ওরফে বাদশা মিয়া (৩০) এর বিরুদ্ধে
১। (9WVE3) ঢাকা এর আশুলিয়া থানার ,এফআইআর নং-২১, তারিখ- ০৪ মে, ২০২৪; জি আর নং-৩৩৩, তারিখ- ০৪ মে, ২০২৪; সময়- ২২.২০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
২। (13QVG) টাঙ্গাইল এর ঘাটাইল থানার ,এফআইআর নং-৯/৯, তারিখ- ১৮ জানুয়ারি, ২০২০; সময়- ১১.৩৫ ঘটিকা ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০;
৩। (QB7R) জামালপুর এর জামালপুর সদর থানার ,এফআইআর নং-৪০, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০১৪; জি আর নং-৮৪৯/১৪, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০১৪; সময়- ধারা- ২৫-A(B) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; , এজাহারে অভিযুক্ত –
৪। (16CVY) জামালপুর এর জামালপুর সদর থানার ,এফআইআর নং-৩৩/৬৩৬, তারিখ- ২২ অক্টোবর, ২০১৯; জি আর নং-৬৩৬/১৯, তারিখ- ২২ অক্টোবর, ২০১৯; সময়- ১৮.০৫ ঘটিকায়। ধারা- ৪১১/৪১৩/৪১৪ পেনাল কোড-১৮৬০;
৫। (17H28) জামালপুর এর জামালপুর সদর থানার ,এফআইআর নং-৩৫/৫৪৮, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০১৯; জি আর নং-৫৪৮/১৯, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০১৯; সময়- ২০.৪৫ ঘটিকায়। ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০; , অভিযোগ পত্রে অভিযুক্ত (তদন্তে প্রাপ্ত) –
উক্ত আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।