মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
আশুলিয়ায় এক দম্পতিকে অপহরণ ও মব সন্ত্রাসের ঘটনায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় স্টেনগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে ৪ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে রাতভর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার শরীফ চৌধুরীর বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনা জেলার রূপসা থানার বাগমারা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে রবিউল মুন্সি (৩৩), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মধ্যপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে নাসির শেখ (২১), বগুড়ার ধুনটের ঘোষাইবাড় এলাকার শ্রী মানিকের ছেলে শ্রী শভু কুমার ও টাঙ্গাইলের ঘাটাইল থানার ওলিপুর গ্রামের হোসেন শহীদের ছেলে মো. জনি মিয়া। তারা সবাই কিশোর গ্যাং ও শরীফ গ্যাংয়ের সদস্য।
যৌথবাহিনী জানায়, রাত ১০টার দিকে জামগড়া মোড় এলাকায় এক দম্পতিকে প্রথমে উত্ত্যক্ত করে এবং পরবর্তীতে তাদের অপহরণ করে শরিফ চৌধুরী নামের এক ব্যক্তির বাসায় নিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে তাৎক্ষণিক ভাবে অভিযানে চালায় যৌথবাহিনী।
এ সময় জামগড়া চৌরাস্তা এলাকা থেকে প্রথমে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শরীফ চৌধুরীর বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শরীফ চৌধুরীর বাসা থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টেনগান, ৪টি ছুরি, ৭টি মেসেটে, জাল টাকা, অনৈতিক দেহ ব্যবসার আলামত সহ ওয়াকিটকি সেট ইত্যাদি পাওয়া যায়। পরে উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করে গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়।
যৌথবাহিনী আরও জানায়, অপহরণের শিকার ওই দম্পতিকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। পুলিশ এখনও বিস্তারিত ঘটনার তদন্ত করছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার ৪ জনকে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। একই সঙ্গে জব্দ করা স্টেনগান, বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র সহ বিভিন্ন আলামত পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেপ্তারদের দুপুরে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।