মোঃ সিরাজুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম অফিসার ও ফোর্স সহ অদ্য ৩০/০৮/২৫ খ্রি. তারিখ ১৫:৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন বাইপাইল মোড় এলাকা হইতে ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য ১। মোঃ আল-আমিন মৃধা (৪০), পিতা-মৃত মতলেব ওরফে মুমিন মৃধা, মাতা-মৃত ফাতেমা হতুয়া বেগম, সাং- ডাকুয়া, থানা- গলাচিপা জেলা- পটুয়াখালী, এ/পি সাং- কালিনগর, থানা হাজারীবাগ, ডিএমপি, ঢাকা, ২। মোঃ মামুন বেপারী (৩০), পিতা- মোঃ জয়নাল বেপারী, মাতা- রহিমা বেগম, সাং- চরকান্দি, পোঃ চান্দ্রাবাজার, থানা- সদরপুর, জেলা – ফরিদপুর এ/পি সাং বগাবাড়ী,বাইপাইল, মোস্তফার বাড়ীর ভাড়াটিয়া, থানা- আশুলিয়া, জেলা – ঢাকা, ৩। মোঃ সেন্টু হাওলাদার (৩৫), পিতা – মৃত হোসেন হাওলাদার, মাতা- মোসাঃ রমেসা বেগম, সাং শৈল্যা মগরা, থানা- শিবচর, জেলা- মাদারীপুর এ/পি সাং বগাবাড়ী, বাইপাইল, মোস্তফার বাড়ীর ভাড়াটিয়া, থানা – আশুলিয়া, জেলা- ঢাকা, ৪। মোঃ তপু (৩০), পিতা- মোঃ সেলিম, মাতা- মোসা: আনোয়ারা বেগম, সাং- ছোট ফাউসা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি সাং-রায়েরবাগ (বেলায়েত মঞ্জিল, আনোয়ার সাহেবের বাড়ীর ভাড়াটিয়া ), থানা – কদমতলী ডিএমপি, ঢাকাদের গ্রেফতার করেন। ধৃত ডাকাতদের দেহ তল্লাশী করে ১। ০১ (এক) টি সুইচ গিয়ার (চাকু), ২। ০২ (দুই) টি RAB এর কটি, ৩। ০১ (এক) টি ওয়াকিটকি, ৪। ০১ (এক) টি লেজার লাইট এবং ৫। ০১ (এক) টি নতুন গামছা উদ্ধার করেন ৷ ডাকাত/ছিনতাইকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাইক্রো, হাইচ যোগে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া RAB পরিচয়ে চুরি/ডাকাতি/ ছিনতাইসহ নানা ধরনের অপকর্ম করে থাকে। উক্ত ডাকাত/ছিনতাইকারীদের পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায় ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য ১। মোঃ আল-আমিন মৃধা (৪০) বিরুদ্ধে
১। (16Q57) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার ,এফআইআর নং-৩২/৩৫৮, তারিখ- ২৯ অক্টোবর, ২০১৯; জি আর নং-৩৫৮, তারিখ- ২৯ অক্টোবর, ২০১৯; সময়- ১৬.২০ ঘটিকা ধারা- ১৭১/৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত
২। (16Q5E) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার ,এফআইআর নং-৩৩/.৩৫৯, তারিখ- ২৯ অক্টোবর, ২০১৯; জি আর নং-৩৫৯, তারিখ- ২৯ অক্টোবর, ২০১৯; সময়- ১৬.২৫ ঘটিকা ধারা- 19a ১৮৭৮ সালের অস্ত্র আইন; , এজাহারে অভিযুক্ত – চার্জশীট :-৩৮৩, তারিখঃ ০৯ ডিসেম্বর, ২০১৯,
ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য ২। মোঃ মামুন বেপারী (৩০) বিরুদ্ধে
১। (533ML) মুন্সীগঞ্জ এর শ্রীনগর থানার ,এফআইআর নং-৬, তারিখ- ০৫ ফেব্রুয়ারি, ২০২৫; জি আর নং-৪১, তারিখ- ০৫ ফেব্রুয়ারি, ২০২৫; সময়- সময় ০০.৩০ ঘটিকা ধারা- ৪(১)/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪; , এজাহারে অভিযুক্ত – চার্জশীট :-২৭, তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
উক্ত ডাকাত/ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।