সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ভুয়া RAB পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৪ জন কুখ্যাত ডাকাত দলের সদস্য গ্রেফতার। আশুলিয়ায় অপহরণের ১৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, ঘাতক গ্রেপ্তার আশুলিয়ায় দম্পতিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় অপহরণ, ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার আশুলিয়ায় হাত কাটা টিপু সহ কয়েকজন চাঁদাবাজ গ্রেপ্তার। লাব্বাইক সেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটির অনুমোদন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশুলিয়ায় ০১ জন কুখ্যাত চোর দলের সদস্য গ্রেফতার। আশুলিয়ায় ০৪ জন ছিনতাইকারী সদস্য গ্রেফতার। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিস্থানের উদ্যোগে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পালিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত ডিবি পুলিশ যশোর কর্তৃক ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন ও ০২টি তাজা গুলি সহ গ্রেফতার ০২ জন।

আশুলিয়ায় হাত কাটা টিপু সহ কয়েকজন চাঁদাবাজ গ্রেপ্তার।

Coder Boss
                                             
  •   Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৪k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

আজ দুপুর ২ টায় আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নেতা হাত কাটা টিপুকে গ্রেফতার করা হয়।

হাত কাটা টিপু একজন কুখ্যাত চাঁদাবাজ। সে আশুলিয়ার বাইপাইল – ডেন্ডাবর এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছে। এলাকার স্থানীয় জনসাধারণ তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও জনসমাবেশ করেছে। কুখ্যাত এই আসামী বেশ কয়েকটি মামলার আসামী। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে সে এবং তার দল চাঁদা তুলতো। বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তুলতো। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হতো। বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করে। অবশেষে আজ আনুমানিক ২ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তাকে গ্রেফতার করে। সাথে আরো গ্রেফতার হয় তার সহযোগী
(১)আমির হোসেন পিতাঃ মোঃ তাইজুল ইসলাম গ্রামঃ মাধপ পুর। পোঃ আলিয়া মাদ্রাসা। থানাঃ মানিকগঞ্জ সদর।
জেলাঃ মানিকগঞ্জ। (2) মোঃ নূর মোহাম্মদ।পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন। গ্রামঃ নিহাল পুর। পোঃ তেওতা।থানাঃ সিবালয়। জেলাঃ মানিকগঞ্জ।(৩) মোঃ রহমতুল্লাহ শেখ। পিতাঃ জামিল আহম্মেদ। গ্রামঃ চর মানিকদা। পোঃ লতিফ পুর। থানাঃ গোপালগঞ্জ সদর মিয়া পাড়া। জেলাঃ গোপালগঞ্জ

গ্রেফতারের সময় তল্লাশি করে অনেক দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল ও বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।তাদেরকে গ্রেফতারের পর বাইপাইল বাস স্ট্যান্ড এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102