
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উন্মুক্ত জলাশয়গুলোতে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে একটি কঠোর অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে প্রায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।
রবিবার ( ৭সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে তাকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। উপজেলার বানা ও বুড়াইচ ইউনিয়নের উথলী বিল, পানিগাতী বিল এবং শোলমারী বিলের বিভিন্ন উন্মুক্ত জলাশয় থেকে এই ক্ষতিকর জালগুলো জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ পুকুরপাড়ে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. রায়হানুর রহমান বলেন, “মাছের অবাধ প্রজনন ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষার জন্য এই ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অপরিহার্য। চায়না দুয়ারী জাল জীববৈচিত্র্যের জন্য চরম ক্ষতিকর। তাই জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু জানান, “উন্মুক্ত জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।” মৎস্য বিভাগ থেকে জানানো হয়েছে যে, মাছের প্রজনন নির্বিঘ্ন করতে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
স্থানীয় মৎস্যজীবী এবং পরিবেশকর্মীরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকলে বিল ও জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক ভারসাম্য ফিরে আসবে।