নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচন এক’শ ভাগ সুষ্ঠু হয়েছে এটা বলার মত সময় এখনো হয় নাই, শিবিরের অনেক নেতাকর্মী একটা সময় ছাত্রলীগের ছত্রছায়ায় ছিলো, তাই ছাত্রলীগের সাথে এই নির্বাচনে শিবিরের একটা আন্ডারস্টান্ডিং হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
আজ দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন স্থানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দলীয় ভোট বেশী সংগঠনে নাই ছাত্রদলে আছে শিবিরের আছে ও ছাত্রলীগের আছে তাই দুইটা সংগঠন যদি একত্রে হয়ে নির্বাচন করে সেই নির্বাচনে জয়ী হওয়া অনেক কঠিন, অনেক অভিযোগ আছে এই নির্বাচনে অনেকের ভোট অন্যায় ভাবে দেওয়া হয়েছে তাই এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে নির্বাচনটা সত্যিকারের সুষ্ঠ হয়েছে কিনা সেটাও দেখার বিষয় বলেও বলেন তিনি।
এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম ও যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ