ধামরাই উপজেলা প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম অফিসার ও ফোর্স সহ অদ্য ২২/০৯/২৫ খ্রি. তারিখ ২০:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন ধামরাই ছোট চন্দ্রাইল এলাকা হইতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রতারক চক্রের সদস্য ০১। মোঃ উজ্জল মিয়া জাহিদ (৩৫), পিতা-মৃত জালাল উদ্দিন, মাতা-মোছাঃ আলেয়া বেগম, সাং-ছোট চন্দ্রাইল, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন। ধৃত প্রতারককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির প্রলোভন দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন, যার মডেল নম্বর VMAX বাটন ফোন, তার ব্যবহৃত সিম নম্বর ০১৯৯২৭৯২০১২ এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছে।
উক্ত প্রতারকের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ