রাউফুর রহমান পরাগ : সাভারে দুই ছাত্র হত্যা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলার সহ সভাপতি ও তেতুলজোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে সাভার মডেল থানা পুলিশ তাকে পৌর এলাকার ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করে। জসিম উদ্দিন তেতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামের মনসুর গোয়ালের পুত্র।
সাভার মডেল থানা এস আই ইমরান হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগষ্ট সাভারের বাসিন্দা নারায়নগঞ্জের সোনারগাও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সাজ্জাত হোসেন (১৯) সাভার বাসষ্ট্যান্ডের রানা প্লাজার সামনে পুলিশ ও আওয়ামীলীগ দলীয় লোকের গুলিতে নিহত হন। এ ঘটনায় তার পিতা আলমগীর হোসেন বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৭৬ নম্বর আসামী গ্রেফতারকৃত জসিম উদ্দিন। এ ছাড়া একই দিন সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে নিহত হন সাভারের বাসিন্দা ঢাকা কমার্স কলেজের ছাত্র আবদুল আহাদ সৈকত(১৭)। এ মামলায় সৈকতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতাকৃত জসিম উদ্দিন এ মামলায় ১০০ নম্বরে তালিকা ভুক্ত আসামী।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ