
নিজস্ব প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) ১৫.০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ, ঢাকায় আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. অনুষ্ঠিতব্য বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনি (এমসিকিউ) (কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে) পরীক্ষা উপলক্ষে ব্রিফিং ২০২৫ এর কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা পরিচালনার সাথে যুক্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে ঢাকা রেঞ্জ অফিসের উদ্যোগে এক বিফ্রিংয়ের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি রেজাউল করিম মল্লিক।
অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আবদুল মাবুদ উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং পরীক্ষা কার্যক্রম সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশিকা অনুসারে বিস্তারিত নির্দেশনা দেন। পরবর্তীতে ডিআইজি ব্রিফিং এ উপস্থিত সবাইকে স্বচ্ছতা ও অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পরীক্ষা পরিচালনা করার আহ্বান জানিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মোস্তাফিজুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মোঃ সিদ্দিকুর রহমান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (সাপ্লাই) ড. মোহাম্মদ আবদুল আজিজ (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও এআইজি (ডিঅ্যান্ডপিএস-২) মোহাম্মদ এহসান সাত্তার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।