
আমরা এক নজরে জেনে নেই ডেঙ্গু রোগীর করণীয়
ডেঙ্গু হলে রোগীকে সচেতনভাবে কিছু বিষয় মেনে চলা খুবই জরুরি। নিচে ধাপে ধাপে করণীয় দেওয়া হলো:
🩺 ডেঙ্গু রোগীর করণীয়
1. পর্যাপ্ত পানি ও তরল গ্রহণ
প্রচুর পানি, ওরস্যালাইন, ফলের রস, স্যুপ ইত্যাদি পান করতে হবে।
পানিশূন্যতা যেন না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।
2. বিশ্রাম নেওয়া
শরীরের দুর্বলতা কাটাতে বেশি বেশি বিশ্রাম নিতে হবে।
3. জ্বর নিয়ন্ত্রণ
প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শমতো) খেতে হবে।
কখনওই অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাওয়া যাবে না (এগুলো রক্তক্ষরণ বাড়াতে পারে)।
জ্বর বেশি হলে কুসুম গরম পানিতে স্পঞ্জ করা যেতে পারে।
4. খাবার গ্রহণ
সহজপাচ্য খাবার, ফলমূল ও শাকসবজি খেতে হবে।
তেল-চর্বিযুক্ত ভারী খাবার এড়িয়ে চলতে হবে।
5. সতর্কতার লক্ষণ লক্ষ্য করা
যদি নিচের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে:
প্রচণ্ড পেট ব্যথা
বারবার বমি হওয়া
নাক, দাঁত বা মাড়ি থেকে রক্তপাত
শরীরে লাল দাগ বা কালশিটে পড়া
শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি বা অজ্ঞান হয়ে যাওয়া
প্রস্রাব কমে যাওয়া
🚫 যা করা যাবে না
নিজের ইচ্ছায় ওষুধ খাওয়া যাবে না।
জ্বর কমানোর জন্য স্টেরয়েড বা ভুল ওষুধ ব্যবহার করা যাবে না।
শরীরে পানি শূন্যতা হতে দেওয়া যাবে না।
লেখক: পল্লী চিকিৎসক মোঃ শামীম আহমেদ,স্বর্ণা মেডিকেল হল।