
নিজস্ব প্রতিবেদক:
আজ ৪ অক্টোবর রোজ শনিবার মর্ধাহ্ন্য হতে মানিকগঞ্জের রাইল্যা ধলেশ্বরী নদীতে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যবাহী জম জমাট উৎসব মুখর জনসমাগম পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
এ নৌকা বাইচের আয়োজন করেছেন ফুকুরহাটি ইউপির রাইল্যা এলাকার মোঃ হালিম মাদবর ও মোঃ বাবুল হোসেন সহ অত্র গ্রামবাসী। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন ফুকুরহাটি ইউপি বিএনপির সুযোগ্য ও সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি ও জজ কোর্টের এপিপি এড. মোঃ মতিয়ার রহমান জাকা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সুযোগ্য ও সম্মানিত আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক এনাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সড়ক ও পরিবহন শ্রমিক দলের সুযোগ্য ও সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম। দীর্ঘ প্রায় ৪ বছর পর এখানে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। এ নৌকা বাইচে উৎসব মুখর আনন্দ উপভোগ করতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ এবং কয়েক হাজার নানা শ্রেণি পেশার লোকজন মিলে উৎসুখ জনতা। সন্ধায় চ্যাম্পিয়ান বাইচটিতে প্রথম স্থান অধিকার করলেন মা বাবার দোয়া নামক নৌকাটি।