
মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
ঢাকা জেলা আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় আজ বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৪.০০ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে অস্ত্রধারী গ্যাংয়ের ৩ জন সদস্যকে আটক করা হয়।
উক্ত সন্ত্রাসীদের বাসা তল্লাশীকালে একটি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি করা ধারালো অস্ত্র এবং চাঁদাবাজির টাকা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—১. মোঃ বিশাল (২০), পিতা: শহিদুল, ঠিকানা: ঘোষবাগ, আশুলিয়া।২. নাজমুল (২০), পিতা: রইস উদ্দিন, ঠিকানা: ঘোষবাগ, আশুলিয়া ।৩. শিপন (২১), পিতা: আহসান হাবিব, ঠিকানা: ঘোষবাগ, আশুলিয়া।উদ্ধারকৃত সামগ্রী:একটি শটগান, চাপাতি ১৩ টি, ছুরি ৪টি,তার কাটার কাটিং ১টি, চাঁদাবাজির মোট, ৩৬,৭৬০ টাকা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন, ৬টি,
আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যৌথ বাহিনী ঘটনাস্থলের আশ পাশের এলাকা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে।