
নিজস্ব প্রতিবেদক:
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর দক্ষ ও চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৮/১০/২০২৫ তারিখ রাতে একের পর এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায়। গতকাল ০৮/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.১৫ ঘটিকার সময় চালানো এই অভিযানে প্রায় ৭,৫০,০০০/- টাকা মূল্যের ২৫ কেজি গাঁজা উদ্ধার সহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মো: ফারুক (৪৫), পিতা- মৃত আব্দুল গণি, সাং- শঙ্কুচাইল, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা বলে জানা যায়।
এরপর দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় অদ্য ০৯/১০/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকায়, ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী এলাকায়। এ অভিযানে প্রায় ১৩,৮০,০০০/- টাকা মূল্যের ৪৬ কেজি গাঁজা উদ্ধার সহ আরও এক জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আল আমিন (৩৩), পিতা- মৃত হোসেন আলী, সাং- ভাগ্যকুল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ, বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা বিভিন্ন উৎস থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলায় সরবরাহ করত। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।