
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার সাভারে বেকারত্ব দূর ও মাছ চাষ বৃদ্ধি: নদী-খাল বিলে পোনা মাছ অবমুক্ত করলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
মুক্ত জলাশয়ে প্রাকৃতিক ভাবে মাছের ফলন আশঙ্কা জনক ভাবে কমে গেছে । নদী মাতৃক বাংলাদেশে এই বাস্তবতা দুঃখ জনক । মুক্ত ও প্রাকৃতিক জলাশয়ে মাছের সরবরাহ বৃদ্ধি, মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূরীকরন ও বেশি বেশি মাছ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ সাভারের বংশী নদীর উলাইল কর্ণপাড়া, কুদঘর ঘাট, ভাগলপুর বালুঘাট,মনু মিয়ার ঘাট ও সাভার থানা সংলগ্ন ঘাটে রুই ও কাতল মাছ অবমুক্ত করা হয়েছে । এমন একটি কর্মসুচীর আয়োজন করতে পেরে সত্যি ভাল লাগছে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের মনোনয়ন পার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ভাবে মাছ অবমুক্তের কর্মসুচী নিয়মিত পালন করে থাকে। এই কর্ম সুচীতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমদাদ মিয়া, সোহেল মিয়া সহ ছাত্র দল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যুবদলের নেতা কর্মী ও সাধারন মানুষ সহ এলাকাবাসী অংশ গ্রহন করেন।