
বিশেষ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের জম রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার আইনশৃঙ্খলা রক্ষা সহ অপরাধীদের গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষায় সিদ্ধিরগঞ্জ বাসীর মনে জায়গা করে নিয়েছিল।সেই এ এস আই রাশেদুলকে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃংখলায় অবদান রাখতে স্থানীয় সাংবাদিক মহল সহ সাধারণ মানুষের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে , যে ভালো কাজ করে তার শত্রু থাকতেই পারে প্রতিনিয়ত অভিযান অরেন্ট তামিল, মাদকদ্রব্য ,উদ্ধার , গত ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা স্থলে পুলিশ যেতে ভয় পেত পূর্বের এসপিও যেখানে সাহস করত না, তখনকার ওসি ও ছিল আতংকে অনুমতি নিয়ে এই এ এস আই রাশেদ ঘটনাস্থলে গিয়ে ব্যবহার দিয়ে বুদ্ধিমত্তায়, মানুষকে নিরাপত্তা দিতো, আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকতো ,তাই সিদ্ধিরগঞ্জ এলাকাবাসী সহ স্থানীয় সাংবাদিক মহলের কাছে একজন প্রিয় পাত্র ও সাহসী অফিসার হিসেবে পরিচিত পাই এ এস আই রাশেদ ।
রাশেদকে ঘিরে একটি ফেইক আইডিতে পোস্ট দেওয়ার কারনে ,যে আইডির কোন ঠিকানা নেই ,মানুষকে ব্লাকমেইলিং করা ও হেয় প্রতিপন্ন করা এই আইডির কাজ। তার কারণে একজন ভালো দক্ষ এ এস আইকে ক্লোজ করায় সর্ব মহলে
আলোচনা সমালোচনা ঝড় বইছে ,অনতিবিলম্বে রাশেদকে পূর্বের জায়গায় বহাল রাখতে এলাকাবাসী ও সাংবাদিক মহল জোর দাবি জানাচ্ছে পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করছে।