
মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
আশুলিয়ার সদরপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী শিশু গোলাম নবী দুই মাস ৭ দিন নিখোঁজ এখনো উদ্ধার হয়নি।
এ ঘটনায় শিশুটির মা নূপুর আক্তার আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তবে মামলার মূল আসামিরা এখনো পলাতক থাকায় পরিবার চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে।
নিখোঁজ গোলাম নবীর মা মোছাঃ নূপুর আক্তার জানান, তার স্বামী সৌদি আরবে প্রবাসে থাকেন। তিনি ছেলে গোলাম নবীকে নিয়ে আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকার জালাল উদ্দিনের বাড়িতে ভাড়ায় থাকতেন।
পাশের বাসার ভাড়াটিয়া মোঃ সাকিব (২৩), মোঃ সফিক (২২), মোঃ সিফাত (২০) ও মোছাঃ ফরিদা (২১) প্রায়ই তাদের সঙ্গে ঝামেলা করতো।
গত ২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯টার দিকে আসামিদের পিতা জালাল উদ্দিন বাদিনী নূপুর আক্তারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
এরপর ১ ও ২ নং আসামি বাসায় এসে তাহার অজান্তে বিভিন্ন অজুহাতে তার ছেলে গোলাম নবীকে বাইরে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা জানায়, আসামিরা গোলাম নবীকে কৌশলে চারাবাগ গ্যাস ফ্যাক্টরির কাছে নিয়ে গেছে। তারপর থেকে শিশুটি আর বাড়ি ফিরে আসেনি।
নূপুর আক্তার বলেন, “আমরা আশপাশে ও আত্মীয়দের বাড়িতে অনেক খোঁজ করেছি, কিন্তু ছেলেকে আর পাইনি। দুই মাস পার হয়ে গেলেও কোনো খবর নেই।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশ ইতোমধ্যে আসামিদের দুইজন অভিভাবককে গ্রেফতার করে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে। তবে মূল আসামিরা এখনও পলাতক।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, “শিশু গোলাম নবীকে উদ্ধারের জন্য আমাদের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে ।
পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এলাকাবাসী বলছেন ছেলেটির মা নুপুর আক্তার রয়েছে আতংকে, ইতিমধ্যে মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন এলাকার প্রভাবশালি মহল। আমরা চাচ্ছি ছেলেটিকে উদ্ধারের পাশাপাশি মুল আসামিদের ধরে উপযুক্ত শাস্তি প্রধান করা হোক।
এদিকে, শিশুটির পরিবার বলছে, ঘটনার পর থেকে তারা আতঙ্কে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের কাছে সন্তানের দ্রুত উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।