আশুলিয়ায় উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করেছেন কৃষক দলের নেতৃবৃন্দ।শুক্রবার বিকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট শিকদারবাগ এলাকায় ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগেে এই উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করে ঢাকা-১৯ আসনটি উপহার দেওয়া সহ তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দলটিকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন নেতাকর্মীরা।
সার্জেন্ট (অবঃ) মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ আবুল হোসাইন মুন্সী।
কৃষকদল নেতা ওসমানী গণী'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেন মিয়া, ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মাসুদুর রহমান দেওয়ান ও ইউনিয়ন কৃষকদল নেতা মো: আনোয়ার হোসেন।এসময় উপস্থিত ছিলেন কৃষকদল নেতা মো: জাহিদুল ইসলাম, মো: নুরুল ইসলাম ও মো: ইমরান হোসাইন সহ আরও অনেকে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ