শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিতে সিএসসি সম্মেলনে যোগ দেবেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দেশজুড়ে নাশকতা প্রতিরোধে যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, স্ত্রীকেও জখম গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে: প্রধান উপদেষ্টা হাওরাঞ্চলে রাজনৈতিক প্রভাবে ও অর্থনৈতিক সুবিধার মোহে চলে ইট ভাটা হাসিনার রায়ের তারিখ ঘোষণায় চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় সোমবার শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার। খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশন নিরপেক্ষতা হারাবে: সিইসি

দিল্লিতে সিএসসি সম্মেলনে যোগ দেবেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট
                                             
  •   Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪k Time View  
  •                                      
                                   
                               

ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর দিল্লি যাওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের।ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে।জানা গেছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান। ওই সম্মেলনে অংশ নিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে গত মাসে আমন্ত্রণ জানানো হয়।

ভারত মহাসাগরের ৫টি দেশের সমন্বয়ে গঠিত সিএসসি-এর এটি সপ্তম সম্মেলন। এবার ভারত এর স্বাগতিক দেশ।এবার ভারত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনের স্বাগতিক দেশ। সফরটি দুই দিনের হওয়ার কথা রয়েছে।ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র খলিলুর রহমানের দিল্লি সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।প্রসঙ্গত, গত বছরের আগস্টে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে কোনো উপদেষ্টার দ্বিতীয় দিল্লি সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেছিলেন।

কলম্বো সিকিউরিটি কনক্লেভ ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম। এই ফোরামের সদস্যদেশগুলো হলো—ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ, আর সেশেলস আছে পর্যবেক্ষক হিসেবে।বাংলাদেশ ২০২৪ সালে এই ফোরামের পূর্ণ সদস্য হয়। ওই বছরের আগস্টে কলম্বোতে অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলো শ্রীলঙ্কার রাজধানীতে সচিবালয় প্রতিষ্ঠার জন্য সনদ ও সমঝোতা স্মারক সই করে। আঞ্চলিক নিরাপত্তা জোরদার করাই এই ফোরামের প্রধান লক্ষ্য, যেখানে পাঁচটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102