বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে ছদ্মবেশে নাশকতা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমান গ্রেপ্তার অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব দিল্লিতে খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক; ঢাকায় সফরের আমন্ত্রণ ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা সাভারে ০১ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার। ভারতের জালে প্রথমার্ধে বাংলাদেশের গোল হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে এক দিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের প্রয়োজনে আইন করা হবে: আমির খসরু

ডেস্ক রিপোর্ট
                                             
  •   Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০k Time View  
  •                                      
                                   
                               

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন মেগা প্রকল্পের নামে দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে। গত সরকারের আমলে ব্যাংকিং , শেয়ার বাজারসহ অর্থনীতির প্রতিটি খাতে লুটপাট করে দেশের প্রকৃত ব্যবসায়ীদের ক্ষতি করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের প্রয়োজনে যে আইন করা দরকার ও যে আইন বাতিল করা দরকার– সব কিছু করা হবে। ১৮ মাসের মধ্যে দেশে এককোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শনিবার ফরিদপুর সদর উপজেলা মিলনায়তনে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

সাবেক বানিজ্য মন্ত্রী আমির খসরু বলেন, দেশ গড়তে হলে আমাদের অর্থনীতির মডেল পরিবর্তন করতে হবে। প্রতিটি মানুষকে অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে। সরকারের ক্ষমতা কমিয়ে জনগনের ক্ষমতা বাড়াতে হবে। সরকারের নিয়ন্ত্রণ যত বেশি থাকবে ততবেশি দূর্নীতি হবে। দেশের যুব শক্তিকে উন্নয়নের কাজে লাগাতে হবে। ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু সভাপতিত্ব করেন।

বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বাজার বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর জুট ফাইবার্স এর এমডি চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মিয়া, মামুন গ্রুপের এমডি শাহীন সাহাবুদ্দিন, রাজবাড়ী চেম্বার অব কমার্সের ইমরুল কবির, শরিয়তপুরের আলাউদ্দিন আল আজাদ, মাদারীপুরের লোকমান হোসেন মোল্লা।

সভায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলাদলের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইচ্ছা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102