
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ অদ্য ১৮/১১/২০২৫ খ্রি. তারিখ রাত ২১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার পাকিজা মোড় এলাকা হইতে ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য ০১। মোঃ কাউসার হোসেন (৩০), পিতা-মোঃ জাকির হোসেন, মাতা-কহিনুর বেগম, সাং-ঝিনাইগাতী, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর, এ/পি সাং-রাজাশন (হাকিম মোল্যার বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন। ধৃত ডাকাত/ছিনতাইকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ডাকাত/ছিনতাইকারী ঢাকা সাভার, আশুলিয়া, ধামরাই থানা এলাকায় ছিনতাই/চুরি/ ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।উক্ত ডাকাত/ছিনতাইকারী বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-৭৪, তারিখ-১৯/১০/২০২৫ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।