রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় ৪ জনসহ সারাদেশে মোট ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।এ পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণে সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠে নামার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি এ নির্দেশনা দেন।
বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের ঘটনায় সৃষ্ট উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে যে ক্ষয়ক্ষতির খবর মিলছে, সেগুলোতে ফায়ার সার্ভিস দ্রুত সাড়া দিচ্ছে। পাশাপাশি গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ