ঢাকাসহ সারাদেশে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শোক ও সমবেদনা জানান।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “আজকের প্রবল ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি জানাই আন্তরিক সহানুভূতি ও সংহতি। আমি মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি—তিনি যেন নিহতদের পরিবারকে গভীর এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।”
তিনি আরও বলেন, “যথাযথ পূর্বসতর্কতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নতি ঘটানো গেলে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ অতীতেও নানা প্রাকৃতিক দুর্যোগ অতিক্রম করে দৃঢ়ভাবে এগিয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের এই বিপর্যয় থেকেও তারা ঘুরে দাঁড়াবে। বিএনপি সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
বিবৃতিতে তিনি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ