গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো দৃশ্যমান ভূমিকা পালন করতে পারেনি জামায়াতে ইসলামী— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সবার অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হয়। সাম্প্রতিক সময়ে ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনে যে পরিবর্তনের ধারা তৈরি হয়েছে, বিএনপি সেই সুযোগ কাজে লাগাতে চায়।
তিনি আরও বলেন, “১৫–১৬ বছর দেশে এক ভয়াবহ দানবীয় সরকার ক্ষমতায় ছিল। নিজেদের লোক বসানোর নামে তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে।”
বিএনপির মহাসচিবের প্রশ্ন— “এত মুসলমানের দেশ, অসংখ্য মাদ্রাসা-মসজিদ, ইমাম-উলামা ও বিদ্বান আলেম থাকা সত্ত্বেও দেশে এত অন্যায়, পাপ, চুরি আর দুর্নীতি কেন? একটি মসজিদ নির্মাণে মানুষের আগ্রহ দেখা যায়, কিন্তু একজন ভালো মানুষ গড়ার ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় হারিয়ে যায়?”
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো দৃশ্যমান ভূমিকা নেয়নি তারা। এতদিন পিআর-নির্ভর রাজনীতি করে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক লাভ নেওয়া ইসলাম সমর্থন করে না।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ