গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে এডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ হিসাব অনুযায়ী শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দু’জনই বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে সারাদেশে নতুন করে ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রামে ৯৭ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকার উত্তর সিটিতে ২১১ জন, দক্ষিণ সিটিতে ৭৮ জন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশন ছাড়া) ২৯ জন ভর্তি হয়েছেন।
এদিকে গত এক দিনে সারাদেশে ৬২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে করে চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৩৩১ জনে।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮৯ হাজার ৪৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের।
উল্লেখ্য, ২০২৪ সালে (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর) ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের, এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ