নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি জানান, পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নতির দিকে।
তিনি বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মিছিল-মিটিং বাড়বে, তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে। দায়িত্ব নেয়ার সময় পরিস্থিতি অবনতির দিকে থাকলেও দেড় বছরের প্রচেষ্টায় তা স্বাভাবিক হয়েছে।
ভূমিকম্প নিয়ে তিনি বলেন, আগাম সতর্কতা বিশ্বব্যাপী খুব কম দেশেই রয়েছে। কিছু অ্যাপ আছে যা কয়েক সেকেন্ড আগে বার্তা দেয়। বাংলাদেশেও এমন অ্যাপ চালুর বিষয়ে ভাবা হচ্ছে। নগর এলাকায় খোলা জায়গার অভাব ও জলাশয় ভরাট করে ভবন নির্মাণ—এসব বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলার আহ্বানও জানান।
অগ্নিকাণ্ডসহ দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে ফায়ার সার্ভিস ভালো কাজ করেছে। তবে বড় ধরনের ভূমিকম্প হলে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে।ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ