সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে খালেদা জিয়াকে রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যাখ্যা অস্থিরতা সৃষ্টি করতে পারে: তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আশুলিয়া পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের জনসভা হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ২৭ নভেম্বর বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ হবে না: সালাহউদ্দিন সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ৭৭৮ আসন নিয়ে কারও সঙ্গে কোনো সমঝোতায় যাবে না এনসিপি: নাহিদ ইসলাম নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২k Time View  
  •                                      
                                   
                               

দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করার জন্য সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা এবং শান্তিকালে পদকপ্রাপ্ত সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ড তুলে ধরা হয়।

সেনাপ্রধান বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—সে নির্বাচনে আমরা যথাযথভাবে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবো, যাতে একটি শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন নিশ্চিত করা যায়।”তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো আদর্শ ও পথ অনুসরণ করে দেশের স্বার্থ এবং জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের হাতে সম্মাননা তুলে দেন সেনাপ্রধান। এর মধ্যে ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।

প্রতি বছর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে স্মরণীয় করে রাখতে সেনাসদর এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের স্বজন, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাসদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102