বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১k Time View  
  •                                      
                                   
                               

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, “নির্বাচন প্রতিহত করার ঘোষণা যারা দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার, সবই করা হবে।”বুধবার (২৬ নভেম্বর) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া’ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সারা দেশে ১২১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। ভোটকেন্দ্রে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় মহড়া ও বিশেষ প্রশিক্ষণ চলছে।সিইসি বলেন, পুলিশ ও আনসার–ভিডিপির পর এটি তার তৃতীয় মহড়া পরিদর্শন। সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এবং আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এসব মহড়া নির্বাচন ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী ও ১৩ কোটি ভোটারসহ সবার সহযোগিতা কামনা করে বলেন, “আমরা সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করব।”বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, সীমান্তবর্তী ১১৫ উপজেলার মধ্যে ৬০টিতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। মহড়া শেষে সিইসি বিজিবি সদর দপ্তরের শহীদ শাকিল আহমেদ হলে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102