বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাণ্ড: মির্জা ফখরুল

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫k Time View  
  •                                      
                                   
                               

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ‘উগ্র ধর্মান্ধদের ন্যক্কারজনক কাণ্ড’ বলে নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, “বাউলরা আমাদের আবহমান সংস্কৃতির অংশ। তাদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক।

আমরা এর তীব্র নিন্দা জানাই।” তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।কড়াইল বস্তির অগ্নিকাণ্ড প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সেখানে হাজারো দরিদ্র মানুষ বাস করে। তার ব্যক্তিগত উদাহরণ টেনে তিনি জানান, তার বাসায় কাজ করা এক নারীর ঘরও সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান।

অগ্নিকাণ্ড নিয়ে ষড়যন্ত্রের প্রশ্নে তিনি বলেন, এ ধরনের ঘটনাগুলো দুর্ভাগ্যজনক হলেও মূলত কাঠামোগত দুর্বলতা, অব্যবস্থাপনা, অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ও দায়িত্বে অবহেলার কারণেই ঘটে। তার মতে, সঠিকভাবে আইন প্রয়োগ ও পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত হলে এ ধরনের দুর্ঘটনা অনেক কমে আসবে।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102