ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) রদবদল করেছে সরকার। এ বিষয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
এর আগে ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সভাকক্ষে লটারির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়।
জানা গেছে, লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া এসপি–দের মধ্যে এক-চতুর্থাংশ নতুন মুখ। বাকিরা ইতোমধ্যে বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে লটারির ফলে তাদের জেলার দায়িত্বে পরিবর্তন এসেছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ