পরিদর্শনকালে সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি সালাম গ্রহণ করেন।এ সময় পুলিশ সুপার পর্যায়ক্রমে অফিসার ও ফোর্স সদস্যদের ব্যারাক, অস্ত্রাগার, ফোর্স মেস, ডি-স্টোর, সি-স্টোর, এমটি অফিস সহ পুলিশ লাইনসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন।তিনি প্রতিটি ইউনিটের শৃঙ্খলা, কার্য পরিকল্পনা, জন সেবার প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কল্যাণ, প্রশিক্ষণ, দায়িত্ব পালন, কর্মপরিবেশ ও জন সেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন।পরিদর্শন কর্মসূচিতে খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ পুলিশ লাইন্সের বিভিন্ন শাখার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ