বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। তিনি রাজনীতি করেছেন দেশের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর সাহেপ্রতাপে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় ড. আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া আরাম আয়েশের রাজনীতি করেননি, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। তিনি ছিলেন এ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনি তিনবার দেশের এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। এ দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।
নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি সারোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য দেন- নরসিংদী জেলা যুব দলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেসার উদ্দিন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সা. সম্পাদক ও পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সা. সম্পাদক তারিক হোসেন রানা, সংগঠনের দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী ও নির্বাহী সদস্য সজল মিয়া প্রমুখ।দোয়া পরিচালনা করেন সাহেপ্রতাপ মাদ্রাসার মুততালিন মজিবুর রহমান নোমানি।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ