বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাকে হত্যার উদ্দেশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গুম করেছিল, কিন্তু জনগণের দোয়ায় আমি আবার ফিরে এসেছি। প্রায় ১৪ বছর পর মুক্ত পরিবেশে আপনাদের সামনে কথা বলতে পারছি।বুধবার (৩ ডিসেম্বর) নিজ এলাকা পেকুয়ায় নির্বাচনী জনসংযোগ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহর দরবারে হায়াত ছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের দোয়া বরকতে ইনশাআল্লাহ গণতন্ত্রের বিজয় হয়েছে। ফ্যাসিষ্টদের পতন হয়েছে। এদেশে আওয়ামী বাকশালী ফ্যাসিষ্ট গুষ্টি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তিনি ক্ষোভ ও প্রতিহিংসা এড়িয়ে গণতান্ত্রিক সংযত মনোভাব পোষণ করার আহ্বান জানান।
সালাহউদ্দিন আরও বলেন, গণতন্ত্রের পক্ষে জনগণকে ভোট দিতে হবে এবং এদেশে গণতন্ত্রের প্রতীক হচ্ছে ধানের শীষ। তাছাড়া তার অনুপস্থিতিতে স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান সালাহউদ্দিন আহমদ।
এর আগে এদিন সকাল থেকে শিলখালী স্কুল স্টেশন ও কাচারীমুরা স্টেশন, বারবাকিয়া বাজার, টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশন, বনকানন বাজারে গণসংযোগ শেষে টইটং বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ বিকেল ৫টায় সবুজ বাজারে জনসংযোগ শেষে পথসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ