বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পৌঁছাবেন বলে জানা গেছে। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মধ্যরাতের পর বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।ফ্লাইটের ব্যবস্থা দ্রুত সম্পন্ন হলে জোবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর আগেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও ব্যক্তিগত সহকারী।
জোবাইদা রহমানের ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন,‘মেডিকেল বোর্ডের চিকিৎসকদের আন্তরিক পরিশ্রম, দেশবাসীর দোয়া ও কূটনীতিকদের সহযোগিতায় দেশনেত্রীর শারীরিক অগ্রগতি হয়েছে—আলহামদুলিল্লাহ। উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে ম্যাডামকে শিগগিরই লন্ডনের হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরও জানান, ‘এই পুরো চিকিৎসা-প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. জোবাইদা রহমান। লন্ডন থেকে তিনি সার্বিক সমন্বয় করছেন এবং আজই ঢাকার উদ্দেশে রওনা হবেন—যাতে কাল সকালে পৌঁছে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন।’এদিকে ফ্লাইট ব্যবস্থা নিশ্চিত করতে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। মেডিকেল টিমের সঙ্গে থাকবেন শামিলা রহমানসহ কয়েকজন চিকিৎসক ও পার্সোনাল স্টাফ।মাহদী আমিন আরও বলেন, ‘খালেদা জিয়ার পুরো চিকিৎসা প্রক্রিয়া সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান।’
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। কিডনি, হৃদরোগ ও নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তিনি এখনও সেখানেই চিকিৎসাধীন। তার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যার অন্যতম সদস্য ডা. জোবাইদা রহমান।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ