ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া স্ত্রী সিংহ ‘ডেইজি’কে সফলভাবে আবার খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বের হয়ে যায়।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, সন্ধ্যার পর ডেইজিকে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। অচেতন হওয়ার পর সেটিকে নিরাপদে ধরে খাঁচায় ফেরত নেওয়া হয়। তিনি বলেন, এ ঘটনায় আতঙ্কের কোনো কারণ নেই।
কীভাবে সিংহটি বের হয়ে যায়—এ বিষয়ে তিনি জানান, খাঁচার দরজায় সম্ভবত তালা লাগানো ছিল না। গ্রিল ভাঙা বা কোনো ফাঁক না থাকায় দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা বেশি। ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ